
মোঃ রুবেল মিয়া,সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে দৈনিক আলোর সারথী পত্রিকার সংবাদকর্মী শারমিন জাহান-এর ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) দুপুরে অরুয়াইল বাজারের আবু তালেব মার্কেটের তৃতীয় তলায় এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর আনুমানিক আড়াইটার দিকে আবুতালিব মার্কেট তৃতীয় তলায় অবস্থিত। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স অফিসের বর্তমান এসিস্ট্যান্ট মেনেজার এ পাশাপাশি কর্মরত, এবং কর্মস্থলে থাকাকালীন তার একজন গ্রাহক আসেন নগদ দুই লক্ষ টাকার বীমা সংগ্রহ করেন। টাকা এবং প্রমানদি সহ সব কিছু নিয়ে বের হয়ে যান জরুবানু বেগম। সাংবাদিক শারমিন জাহান সংবাদ সংগ্রহের অংশ হিসেবে মোবাইল ফোনটি নিয়ে যান,
একপর্যায়ে পানির গ্লাস দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে শারমিন জাহান গুরুতরভাবে জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হামলাকারীর নাম মোছা. জুরবানু বেগম (৪৫)। তিনি সরাইল উপজেলার বড়ইছারা গ্রামের মো. সিদ্দিক মিয়ার স্ত্রী এবং বর্তমানে অরুয়াইলে বসবাস করছেন।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তারা অভিযুক্ত জুরবানু বেগমকে দ্রুত গ্রেফতার ও তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান।