সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০- টি ভারতীয় তৈরি ফেন্সিডিল উদ্ধার এবং ০২ জন গ্রেফতার।
আজ (২০/১০/২০২৫)খ্রিঃ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজার ২০ গজ পূর্ব দিক হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত হতে ১৪০ (একশত চল্লিশ) বোতল ভারতীয় তৈরি ফেন্সিডিল ও মাদক বহনের কাজে ব্যবহৃত ০১টি নীল রংয়ের পিকআপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।আশুগঞ্জ এলাকাবাসী অনেকেই বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীক,মাদক বেচাকেনা করে যাচ্ছে, এই মাদক কারবারী দের সাথে যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হওক।এবং এর পাশাপাশি গোপন ভিত্তিতে জানা যায় এদের সাথে অনেক বড় একটা সিন্ডিকেট রয়েছে, বড় মাপের মাদক ব্যবসায়ীক এগুলো ধরাছোঁয়ার বাইরে থাকে। এদেরকে যদি না দমানো যায়।তাহলে আমাদের মাদক কারবারিদের নিয়ন্ত্রণ করা যাবে না।এলাকাবাসী আরো বলেন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হওক। প্রশাসনের কাছে দূর দাবী জানাচ্ছে এলাকাবাসী।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। রহমত আলী (৩৮)
পিতা: মোঃ ফয়েজ আলী
মাতা: মনোয়ারা বেগম
গ্রাম- দক্ষিণ ভোরদেহ, ওয়ার্ড নং-০৬)
থানা- কোম্পানীগঞ্জ
জেলা-সিলেট
২। মোঃ রাসেল (২১)
পিতা: মোঃ খোরশেদ মিয়া
মাতা- আনোয়ারা বেগম
গ্রাম- কাঠালবাড়ি (ওয়ার্ড নং-০৭)
থানা- কোম্পানীগঞ্জ
জেলা -সিলেট
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।