সংবাদদাতা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কতৃক ২০ কেজি গাঁজা উদ্ধার আজ(০৬/৯/২০২৫)সেপ্টেম্বর ভোর ০৫:০৫ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি চৌকস থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনাকালীন থানাধীন গোবিন্দপুর পূর্ব পাড়া এলাকা হইতে(২০)-বিশ কেজি গাঁজা উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃতআলামত জদ্ধ তালিকা মূল্য জদ্ধ করা হয়।এ সময় পুলিশের পরিস্থিতি টের পেয়ে জড়িত আসামিগন কৌশলে পালিয়ে যায়।গোবিন্দপুর এলাকাবাসী বলেন, একটি চক্র গাঁজা, ইয়াহাবা সহ মাদক দীর্ঘদিন ধরে বেচাকেনা করে যাচ্ছে। মাদক কারবারীদের জন্য এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে।গোবিন্দপুর এলাকাবাসী বলেন, মাদক কারবারীদের দ্রুত আইনের আওতায় আনা হক। কসবা থানার ওসি বলেন পলাতক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজ করা হয়েছে।গোবিন্দপুর এলাকাবাসী বলেন তাদেরকে গ্রেফতার ও বিচারের মুখামুখি করার জন্য। আমরা আসাবাদী খুব শীঘ্রই তাদের গ্রেফতার করতে সক্ষম হব।