সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশের বিশেষ অভিযান( ১৫)-কেজি গাঁজা উদ্ধার, ০১ জন মাদক কারবারী গ্রেফতার।
আজ ২৩/১০/২০২৫ খ্রি: ১২:৩০ ঘটিকায় কসবা থানা পুলিশের একটি টিম অত্র থানাধীন কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১৫ (পনের) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।কসবা পশ্চিম ইউনিয়ের আকসানা এলাকায় বেশ কয়ক বছর ধরে, মাদক আনা নেওয়া হয়।গোপন সূত্রে জানা যায়, মাদক কারবারী দের সাথে অনেক বড় মাপের মাদক ব্যবসায়িক জড়িত আছে,যারা জড়িত আছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক। এবং এর পাশা পাশি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হওক।আকছিনা গ্রামের অনেক পাড়া পড়শির সবাই বলে।মাদক কারবারীদের জন্য আমাদের ছেলা মেয়েরা পড়াশুনায় কোন মনে জোগ থাকে না। মাদকের বিরুদ্ধে না বলোন। এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিতেছে,।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোঃ রুবেল রানা (৩২)
পিতা-মোঃ আইনুল হক
মাতা-সাজেদা বেগম
সাং-পানিয়ারুপ,ওয়ার্ড ০১, ইউপি-কায়েমপুর
থানা-কসবা
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের কসবা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।