সংবাদদাতা মো: রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা পুলিশ কতৃক(৪২০)-টি পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ০৩ জন মাদক কারবারী গ্রেফতার।
আজ( ২৪/১০/২০২৫) অক্টোবর দুপুর ১৫.১০ ঘটিকায় নবীনগর থানা পুলিশের একটি টিম নবীনগর পৌরসভাস্থ ০২নং ওয়ার্ডের পদ্মপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ১) ৪২০ (চারশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ২) মাদক বিক্রির নগদ ১৩,২২০/- (তের হাজার দুইশত বিশ) টাকা ও ৩) ০৭(সাত) টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পদ্মা পাড়া এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ইয়াবা ও মাদক ডেলিভারি হয়। গোপন সূত্রে জানা যায়। মাদক কারবারিদের সাথে বড় একটি সিন্ডিকেট রয়েছে,তাও আবার ধরাছোঁয়ার বাইরে থাকে,পদ্মা পাড়ার এলাকাবাসী বলেন জারা মাদক কারবারীদের সাথে জড়িত আছে, অতি শীঘ্রই আইনের আওতায় আনা হওক,এর পাশা পাশি কঠোর ভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এলাকাবাসী প্রশাসনের কাছে জুর দাবি জানাচ্ছে।
মাদক কারবারিদের কারনে আমাদের যুব সমাজ নষ্টের পথে চলে যাচ্ছে।
এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দাবি বড় মাপের একটি সিন্ডিকেট আছে, যে কোন প্রকার তাদেরকে গ্রেফতার করতে হবে।
গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। মোক্তার হোসেন বাবু (৩৪)
পিতা-জীবন মিয়া
মাতা-রোজিয়া বেগম
সাং-খাজানগর
থানা-নবীনগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
২। মোঃ মাহবুব (৩৫)
পিতা-মোঃ আব্দুল হাই
মাতা-মৃত রেহেনা বেগম
সাং-নরসিংহপুর
থানা-নবীনগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া
৩। আয়েশা বেগম (৩০)
স্বামী-মোক্তার হোসেন বাবু
পিতা-অহিদ মিয়া
মাতা-জোসনা বেগম
স্থায়ী সাং-কুড়িঘর
বর্তমান সাং-খাজানগর
থানা-নবীনগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের মাদক দ্রব্য আইনে নবীনগর থানায় মামলা রুজু করা হয়েছে।