সংবাদদাতা মোহাম্মদ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর থানা পুলিশ কতৃক(১৫)-কেজি গাঁজাও নোহা মাইক্রোবাস গাড়ি সহ ০৬জন মাদক কারবারিকে আজ(০৫/৯/২০২৫)সেপ্টেম্বর দুপুর ১:৪৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চেীকস টিম মাদক বিরোধী অভিযানে পরিচালনাকালীন অএ থানাধীন -৮নং আইয়ুবপুর কানাইনগর এলাকার বাঞ্ছারামপুর ফেরিঘাট রাস্তার উপর০৬ মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হইতে (১৫)-কেজি গাঁজা ০১ টি সিলভার কালারের নোহা মাইক্রোবাস গাড়িসহ উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জদ্ধ তালিকা মূল্য জব্দ করে। আইয়ুবপুর কানাইনগর এলাকাবাসী বলেন দীর্ঘদিন ধরে। এই ফেরিঘাট অনেক মাদক কেনাবেচা হয়, ওই এলাকাবাসী আরো বলেন আমাদের যুব সমাজ ধ্বংসের পথে চলে যাচ্ছে ।এই আসামি গনদের কঠিন শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসি।গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা। ১/রিয়াদ হোসাইন(৩০)পিতা-মৃত মন মিয়া, সাং-দামলা তিন দোকান থানা শ্রীনগর জেলা-মুন্সিগঞ্জ। ২/মো:সালমান(২৭)পিতা আকবর হোসেন, সাং ডালকানগর থানা গেন্ডারিয়া জেলা ঢাকা, ৩/মো: ইমন(২৭)-পিতা আব্দুররব, সাং পাইপ রাস্তা থানা শ্যামপুর জেলা ঢাকা।৪/মো:আরিফ(২৬)-পিতা হাবিব সাং ফায়ার সার্ভিসের পিছনে, থানা গেন্ডারিয়া জেলা ঢাকা। ৫/মো:মঞ্জু (৩২)পিতা মৃত মফিজুল ইসলাম, সাং ডিয়াইটি প্লট 3 নং গুলি থানা গেন্ডারিয়া জেলা ঢাকা। ৬/মো:সমন(২৮)পিতা মোঃ আলম, সাং দরিচর খাজোরিয়া থানা মেন্দিগঞ্জ জেলা বরিশাল, বর্তমান ঠিকানা শহীদ নগর শাহেনশা গুলি থানা গেন্ডারিয়া জেলা ঢাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজ করা হয়েছে।