সংবাদদা মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে কলেজ কতৃপক্ষের বৈধ বরাদ্দকৃত ওষুধের দোকানগুলোকে অবৈধ বলে পূর্ব উচ্ছেদ করার প্রতিবাদে,আজ( ২৭/১০/ ২০২৫)অক্টোবর রোজ সোমবার ১১:ঘটিকায় কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমতি(বিসিডিএস)এর আদেশক্রমে ব্রাহ্মণবাড়িয়া শহরের সকল ওষুধের দোকান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হল। একটু ভেবে দেখুন যখন ১০ টাকার একটা ইনজেকশন আপনি ৩০০ টাকা বিক্রি করেন, তখন সাধারণ মানুষ রাস্তায় নামে না- প্রতিবাদ করে না, তখন কেউ আপনার দোকানের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে না,কারণ মানুষ তখন জীবন বাচাঁতে ব্যস্ত থাকে। কারণ মানুষ সেই অসহায় রোগীই গুলো ভুগছে ফার্মেসি বন্ধ থাকার কারণে।এই গুলো দেখার মত কেউ নেই। মহিলা কলেজের ইস্যু নিয়ে অনির্দিষ্টকালের জন্য ফার্মেসি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে।এই কি ব্রাহ্মণবাড়িয়া রোগীদের শাস্তি দেওয়া হচ্ছে নাকি।জনগণের অপরাধ কি। তাদের দোষ তারা সাধারণ মানুষ। এই মানুষ গুলো প্রতিবাদ করতে জানেনা, তাই এত কষ্ট মেনে নেওয়া হয়। জনগণের একটাই প্রশ্ন যে পেশা জীবনের সাথে জড়িত সেখানে প্রতিবাদের নামে যেন না হয় সাধারণ জনগণের কষ্ট।