মো: রুবেল মিয়া | স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মিনা বেগম মিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে দলীয় প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং কার্যকর করার লক্ষ্যে তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতৃত্বের ওপর আস্থা রাখছে ফোরাম। এরই ধারাবাহিকতায় অ্যাডভোকেট মিনা বেগম মিনিকে এই গুরুদায়িত্ব দেওয়া হলো।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট মিনা বেগম মিনি দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,“এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি গর্বিত। ইনশাআল্লাহ, আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে, তা সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। নির্বাচনী কার্যক্রমে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রেখে সফলতা অর্জনে কাজ করে যাব।”
এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এদিকে, অ্যাডভোকেট মিনা বেগম মিনির এই দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও কর্মীরা মনে করছেন, তাঁর মতো একজন দক্ষ আইনজীবীর নেতৃত্বে নির্বাচনী প্রচারণা ও আইনি সহায়তা কার্যক্রম আরও বেগবান হবে। নেতাকর্মীদের প্রত্যাশা, অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে দলের জন্য ইতিবাচক ফলাফল বয়ে আনবেন।