
-বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
সোমবার ২৭ অক্টোবর ঘাটাইল উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রি কলেজে ছায়ানীড়ের পরিচালনায় ‘সর্বস্তরে বাংলা ভাষা: শুদ্ধ বানানে শুদ্ধ উচ্চারণে শীর্ষক কর্মশালা ও কর্নেল মোহাম্মদ হামিদুল হক মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইলের কৃতী সন্তান কর্নেল মোহাম্মদ হামিদুল হক। কর্মশালা উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবাশ্বের আহমদ। কলেজের সভাপতি মোহাম্মদ শাহীনুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত সমবায়ী মো. হুমায়ুন কবির সরকার, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমীর রহমান খান ইউসুফজাই। কর্মশালায় মূল আলোচক ছিলেন বাংলা ভাষার ফেরিওয়ালা খ্যাত অধ্যাপক মো. লুৎফর রহমান। কর্মশালায় ১০০ শিক্ষার্থীর হাতে প্রমিত বাংলা বানানের বই তুলে দেন বিশেষ অতিথি মো. হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানে কর্নেল মোহাম্মদ হামিদুল হক মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা করেন।