রিপন শান
বাংলাদেশের জীয়ল কিংবদন্তি গণমাধ্যম দৈনিক প্রথম আলোর ২৭ বছর পূর্তিতৈ ভোলা প্রেসক্লাবে বসেছিল অন্যরকম এক তারার মেলা । ২০ নভেম্বর ২০২৫ বিকেলে ভোলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় দৈনিক প্রথম আলোর গুণমুগ্ধ পাঠকের নিয়ে এই আন্তরিক সুধী সমাবেশে ।
শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী, পেশাজীবী এবং জনদরদী রাজনীতিবিদদের মুখর অংশগ্রহণে দ্বীপজেলা ভোলাতে পালিত হয় , যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো'র কথামালা উৎসব । মূল্যবান কথা বলেন - নিজাম-হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক লায়ন নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রাইসুল আলম, শিক্ষাবিদ রুহুল আমিন জাহাঙ্গীর, দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন, ভোলা প্রেসক্লাবের আহবায়ক এডভোকেট আমীরুল ইসলাম বাসেত, সিনিয়র সাংবাদিক এডভোকেট নজরুল হক অনু প্রমুখ । স্বাগত বক্তব্য রাখেন- দৈনিক প্রথম আলোর ভোলা জেলা প্রতিনিধি গল্পকার মোঃ নেয়ামত উল্যাহ । আয়োজনটির প্রাণবন্ত সঞ্চালনা করেন- প্রথম আলো বন্ধুসভা ভোলার সভাপতি এস এম বাহাউদ্দিন। সমাবেশে প্রথম আলোর পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন- দৈনিক প্রথম আলোর হেড অব ডিপ নিউজ রাজিব আহমেদ ।
অনুষ্ঠান শেষে দৈনিক প্রথম আলোর খ্যাতনামা সাংবাদিক রাজীব আহমেদ এর সাথে ভোলার লেখকরা একটি ফটোসম্মিলনে অংশ নেয় । এই ফটোযোজনায় অন্যান্যের মধ্যে অংশ নেন- ভোলার সিনিয়র সাংবাদিক- ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু , শিশুসাহিত্যিক ও জলসিঁড়ি সাহিত্য আসরের আহবায়ক শাহাব উদ্দিন শামীম, দৈনিক মাতৃজগতের ডেপুটি ম্যানেজিং এডিটর ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি কবি রিপন শান, জাতীয় কবিতা পরিষদ ভোলার সহ-সভাপতি শিক্ষাবিদ কবি মিলি বসাক, কণ্ঠশিল্পী রেহানা ফেরদৌস, আবৃত্তিশিল্পী শারমিন ইসলাম, জাতীয় কবিতা পরিষদ ভোলার সিনিয়র যুগ্ম সম্পাদক কবি আল মনির, সাংগঠনিক সম্পাদক কবি নীহার মোশারফ সহ দ্বীপজেলার একঝাঁক আলোকিত মুখ ।