
রিপন শান
আজ ১৮ নভেম্বর ২০২৫ ভোলায় অফিসিয়ালি দায়িত্ব গ্রহণ করেছেন নতুন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। নবাগত জেলা প্রশাসক হিসেবে দুই হাত প্রসারিত করে সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।
ডা. শামীম রহমান তাঁর দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বলেন, “ভোলা আমার জন্য শুধুমাত্র একটি প্রশাসনিক ক্ষেত্র নয়—এটি মানুষের বিশ্বাস ও প্রত্যাশার জায়গা । আমি এখানে একটি স্বচ্ছ, দক্ষ ও সহমর্মী প্রশাসন গড়তে চাই, যা প্রতিটি নাগরিকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।”
তিনি জেলা প্রশাসনে পেশাদারিত্বের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক দায়বদ্ধতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব দিতে চান।
নবাগত জেলা প্রশাসক আরও জানান, ভোলার চালু উন্নয়ন প্রকল্পগুলো তিনি আরও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাবেন।
এপ্রসঙ্গে তিনি জানান- “আমার লক্ষ্য হলো অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করা। তবেই আমরা ভোলাকে আরও আলোকিত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে পারবো ।
ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত প্রাণবন্ত আলাপচারিতায় ডা. শামীম রহমান বলেন-
ভোলার জেলা প্রশাসক হিসেবে আমি ভোলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করছি । প্রশাসনের সার্থকতা শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং জনগণের অংশগ্রহণ ও সহায়তায় অর্জনযোগ্য। আমি প্রত্যাশা করছি যে- শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, যুব-পড়ুয়া-সকলেই একসাথে কাজ করবে আমাদের প্রয়াসে ।
বৈঠকে ডা. শামীম রহমান দ্বীপজেলা ভোলার আইনশৃঙ্খলা রক্ষা ও জনকল্যাণমূলক উদ্যোগগুলোর ক্ষেত্রে ভোলা জেলার সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সমর্থন ও সমন্বয়ের আহ্বান জানিয়েছেন।
তিনি আরো বলেন- আমরা একসাথে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি, এবং সেই সহযোগিতাই আমাদের জেলার আগামী উন্নয়ন গড়তে সহায়ক হবে।