মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার:
ভোলার সদর উপজেলার কালিনাথ রায়ের বাজারে অবস্থিত বন্ধন হেলথ কেয়ার অ্যান্ড ডায়াবেটিস সেন্টার-এ ভুল চিকিৎসার কারণে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।
জানা গেছে, সিজারিয়ান অপারেশনের রোগীকে প্রয়োজন ছিল O+ গ্রুপের রক্ত, কিন্তু ভুল চিকিৎসার ফলে তাকে B+ গ্রুপের রক্ত দেওয়া হয়। এর পর থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর সোমবার ১২ জানুয়ারি বরিশালে তার মৃত্যু হয়।
ঘটনার সূত্রপাত আরও আগে। ভোলার ইউনিটি ডায়াগনস্টিক সেন্টার-এ প্রায় দুই মাস আগে করা রক্ত পরীক্ষায় ভুলবশত B+ গ্রুপের স্থলে O+ গ্রুপ উল্লেখ করা হয়। পরবর্তীতে সেই রিপোর্টের ওপর নির্ভর করেই বন্ধন হেলথ কেয়ারে কোনো ধরনের রক্তের ক্রস ম্যাচিং না করে রোগীর শরীরে রক্ত দেওয়া হয়। এতে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য রোগীকে বরিশালে নিয়ে যান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত ওই প্রসূতি মা মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রোগীর পরিবার ও স্বজনরা বন্ধন হেলথ কেয়ার অবরোধ করেন। তবে নিহত নারীর নবজাতক শিশু সুস্থ রয়েছে।
মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণে জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।
ঘটনার সংবাদ পাওয়ার পর ভোলা জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওসার ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।
পুলিশ সুপার সবাইকে ধৈর্য ধারণ করে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে এবং চিকিৎসায় কোনো ধরনের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।