সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।
ভোলার মনপুরা উপজেলায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকাল আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জনতা বাজার এলাকায় এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুটি হলেন জনতা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মনপুরা উপজেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন ফয়েজি হুজুরের দুই বছর বয়সী পুত্র হুজাইফা।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে হুজাইফা খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। সঙ্গে সঙ্গে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু হুজাইফার আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও এলাকাবাসী এই অকাল মৃত্যুকে কিছুতেই মেনে নিতে পারছেন না।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো পানিতে ডুবে যাওয়া। সামান্য অসতর্কতা বা গাফিলতির কারণেই এমন দুর্ঘটনা ঘটে থাকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন—শিশুদের নিরাপত্তায় সর্বদা সজাগ থাকতে হবে। বাড়ির আশপাশে পুকুর, ডোবা, বা বালতিতে পানি থাকলে শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং প্রয়োজনে সুরক্ষাবেষ্টনী স্থাপন করতে হবে।
ভোলার মনপুরায় এই দুর্ঘটনা আবারও স্মরণ করিয়ে দিল যে, শিশুদের প্রাণহানি রোধে পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা এখন সময়ের দাবি।