
রিপন শান | নিজস্ব প্রতিবেদক :– দিনভর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বীপজেলা ভোলার লালমোহনে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার, ১৬ ডিসেম্বর সকাল ৯টায় লালমোহন হাইস্কুল মাঠে লালমোহন উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় প্রীতি সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ এবং পায়রা উড়ানোর মধ্য দিয়ে মহান বিজয় দিবসের বহুমাত্রিক কর্মসূচির সূচনা হয়।
কর্মসূচির শুভ উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ পুলিশ লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বাবুল পাটোয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, সফিউল্লাহ হাওলাদার, আনম ফয়সাল হায়দার, লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার মোঃ শাজাহান মিয়া, আজিজুল হক মুন্সী, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক ও জাতীয় কবিতা পরিষদ ভোলার সাধারণ সম্পাদক সিনিয়র প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান, লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও উপজেলা জাসাস সভাপতি শিল্পী আজাদুর রহমান হাওলাদার, লালমোহন উপজেলা যুবদলের সভাপতি ও গীতিচয়ন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক রেজাউর রহমান শাহিন, সাধারণ সম্পাদক ও লালমোহন প্রেসক্লাবের সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরহাদ রেজা প্রমুখ।
১৬ ডিসেম্বর দুপুর ১২টায় লালমোহন উপজেলা পরিষদ হলরুমে এক প্রাণবন্ত আয়োজনে লালমোহনের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করে লালমোহন উপজেলা প্রশাসন। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ-এর সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া এবং বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক ও কবি শাহাবুদ্দিন রিপন শান।
এ সময় লালমোহন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ঢাকায় চিকিৎসাধীন অসুস্থ বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ মিয়া এবং আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মেলেটারির আশু আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৬ ডিসেম্বর সন্ধ্যায় লালমোহন উপজেলা প্রশাসনের মাল্টিপারপাস মডারেট হলরুমে লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সুযোগ্য সাধারণ সম্পাদক আজাদুর রহমান হাওলাদারের গ্রন্থনা ও উপস্থাপনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে বিটিভির ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে ষষ্ঠ স্থান অর্জন করায় লালমোহনের কৃতি সন্তান রাইসামনিকে বিশেষভাবে পুরস্কৃত করেন লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ।
কবিতা, গান ও নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় পুরো অনুষ্ঠান ছিল আনন্দে টইটম্বুর।
