
মোঃ নুর নবী হাওলাদার সিনিয়র রিপোর্টার,
মনপুরা। বাংলাদেশ ক্রাইম সংবাদ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৫ আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা জেলা ৪টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোলা জেলা ৪টি সংসদীয় আসন থেকে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন ভোলা জেলা (১ আসনে প্রার্থী) গোলাম নবী আলমগীর ভোলা জেলা বিএনপির আহবায়ক ভোলা জেলা বিএনপি। বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য। (২ আসনে প্রার্থী) ইব্রাহিম হাফেজ। জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। (৩ আসনে প্রার্থী) মেজর(অবঃ)হাফিজ উদ্দিন আহম্মেদ বীর বিক্রম। সহ-সভাপতি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি (৪ আসনে প্রার্থী) মোঃ নুরুল ইসলাম নয়ন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ যাচাই-বাছাই ও তৃণমূলের মতামতের ভিত্তিতেই এ প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। আসন্ন নির্বাচনে বিএনপির শক্ত অবস্থান গড়ে তুলতে এসব অভিজ্ঞ ও জনপ্রিয় নেতাদের মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।