-বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের গরমবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভা শনিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় গরমবাজারে অনুষ্ঠিত হয়েছে । মধুপুর উপজেলার ৯ নং অরনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিজ উদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -১ আসন (ধনবাড়ী – মধুপুর)-এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ আলী । মধুপুর উপজেলার সাবেক ছাত্রদল নেতা আমিনুল মৃধার সঞ্চালনায় এবং কুড়াগাছা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত বিশাল কর্মীসভায় মধুপুর উপজেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, এলাকার জনসাধারণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এডভোকেট মোহাম্মদ আলী বলেন, ” ভয় দেখিয়ে, ষড়যন্ত্র করে, মিথ্যা প্রপাকাণ্ডা চালিয়ে আজকে আমার পক্ষে যে জন জোয়ারের সৃষ্টি হয়েছে তা থামিয়ে দেওয়া যাবে না । আমাদের কর্মী সমর্থকদের কাউকে কোনো প্রকার হুমকি ধামকি দেয়ার চেষ্টা করলে তার ফল ভালো হবেনা।”