মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:
ভোলার মনপুরা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাজিরহাট উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর একটি র্যালি বের হয়ে হাজিরহাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, সহসভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিলন মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, যুবদল আহবায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, সাবেক যুবদল সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদল আহবায়ক একরাম কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে এ দিনের গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে মনপুরা উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।