
মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার:-
ভোলার মনপুরা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে বিশেষ যৌথ টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে কমান্ডার এম আরিফ হান্নান (ই), বিএন, পি নং–১৯১৯ এর নেতৃত্বে মোট ৩১ জন (০১+৩০) সদস্যের একটি টহল দল এ কার্যক্রমে অংশ নেয়। টহল দলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মনপুরা থানা পুলিশের সদস্যরাও সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন।
যৌথ টহল দলটি ২টি সিভিল পিকআপ ও ১৫টি সিভিল মোটরসাইকেল ব্যবহার করে উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা ও জনবহুল স্থানে টহল দেয়। টহলের আওতায় ছিল চৌধুরী বাজার, রামনেওয়াজ ঘাট, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া, হাজির হাট, ঢালি মার্কেট, কুড়ালিয়া বাজারসহ তৎসংলগ্ন বিভিন্ন এলাকা।
টহল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অপরাধ, নাশকতা, মাদক কারবার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের মাঝে নিরাপত্তাবোধ জোরদার করতেই এ ধরনের যৌথ টহল কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।