সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু
ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে। নিহত শিশু স্থানীয় মোঃ ইউনুসের কন্যা। পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর ৩ টার দিকে শিশুটি খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পরিবারের সদস্যরা পুকুরে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডঃ মোঃ আশিকুর রহমান অনিক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে পরিবারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা জানান, শিশুটি ছিল অত্যন্ত আদরের। মাত্র দুই বছরের ছোট্ট জীবনে এভাবে প্রাণ হারানো সত্যিই হৃদয়বিদারক। এ বিষয়ে স্থানীয়রা জানান, গ্রামে শিশুদের নিরাপত্তার জন্য বাড়ির পাশে পুকুর বা জলাশয়ের চারপাশে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। অসতর্কতার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।