
মোঃ শাকিল খান রাজু সিনিয়র স্টাফ রিপোর্টার।
ভোলার মনপুরায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-কন্টিনজেন্ট কমান্ডার লে. একেএম আবদুল ওয়াদুদ লাবিব এবং মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি শামসুদ্দিন বাচ্চু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার, সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহ-সভাপতি সেলিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, সদস্য সচিব হাফেজ রহিম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, ছাত্রদল আহ্বায়ক একরাম কবির, সদস্য সচিব মোঃ শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।