সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু
ভোলার মনপুরায় আজ বিকেলে ঘটে গেছে ভয়াবহ বজ্রপাতের ঘটনা। বিকাল ৩টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর বিকাল ৩টা ২০ মিনিটে শুরু হয় প্রবল ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাত। প্রায় আধাঘণ্টারও বেশি সময় ধরে বজ্রপাত চলতে থাকায় পুরো দ্বীপজুড়ে সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। এ ঘটনায় প্রাণ হারান ৫নং কলাতলী ইউনিয়নের কাজিরচরের কাকড়া শিকারি জীবন দাস (৫০)। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত জীবন দাস কলাতলী হিন্দু আবাসনের বাসিন্দা ছিলেন। শুধু মানুষ নয়, বজ্রপাতে গবাদিপশুও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন এলাকায় ছয়টি গরু ও একটি মহিষ মারা গেছে। এর মধ্যে ২নং হাজিরহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জিয়া উদ্দিনের তিনটি গরু, ৩নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ভোকেশনাল স্কুলের পাশে জাকির ও ইয়াসিনের দুটি গরু, এবং হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজার এলাকার ব্যবসায়ী মো. শামসুদ্দিনের একটি মহিষ বজ্রাঘাতে মারা যায়। স্থানীয়রা জানান, একটানা এত দীর্ঘ সময় বজ্রপাত তারা আগে কখনো দেখেননি। বজ্রপাতের প্রচণ্ড শব্দে নারী-পুরুষ সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। দ্বীপজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন ঘটনায় মানুষকে সচেতন করতে স্থানীয় প্রশাসনের জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা নিলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হবে।