মোঃনূরনবী হাওলাদার
সিনিয়র রিপোর্টার,মনপুরা।
বাংলাদেশ ক্রাইম সংবাদ।
ভোলা জেলা মনপুরা উপজেলা ৩নং উত্তর সাকুচিয়া ১নং ওয়ার্ডে জালের সাথে একটি বন্যা হরিণ দেখতে পায় এলাকাবাসী বিকেলে ৪টায় সময়।
তখন তারা বন বিভাগকে জানাই। বন বিভাগের মোঃ আফসারসহ অন্যান্য স্টাফরা খবর পেয়ে ঘটনা স্থানে আসে।
রেঞ্জার রাশেদুল ইসলামকে অবগত করেন। তার সাথে ফোনে পরামর্শ সাপেক্ষে হরিণটিকে উদ্ধার করে দক্ষিণ চর ফাথালিয়াতে মুক্ত করে দেয়,
হরিণটির বয়স আনুমানিক ৩ থেকে ৪ মাস হতে পারে,
হরিনটিকে পুরোপুরি সুস্থ অবস্থায় বনে মুক্ত করে দেওয়া হয়েছে,