
নিজস্ব প্রতিবেদক:
০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের উভারামপুর এন. ইসলাম উচ্চ বিদ্যালয় মাঠে ‘গণতন্ত্রের মা’, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য ও সুস্থতা কামনায় এক বিশাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন দেশনেত্রীর সুস্থতা কামনায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে। এলাকাবাসী, ধর্মপ্রাণ মুসলিম এবং সর্বস্তরের জনগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানস্থল কার্যত পরিণত হয় দোয়া, মিলাদ ও খালেদা জিয়ার প্রতি গভীর ভালোবাসা প্রকাশের কেন্দ্রবিন্দুতে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুবিদপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। সুষ্ঠুভাবে পরিচালনা করেন ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন— লায়ন মোঃ হারুনুর রশিদ সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক চাঁদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তার উপস্থিতিতে পুরো মাঠ উৎসাহ—উদ্দীপনায় মুখর হয়ে ওঠে। স্থানীয় নেতাকর্মীরা দফায় দফায় ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—
ইসমাইল তালুকদার খোকন সদস্য, আহ্বায়ক কমিটি,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তার বক্তব্যে তিনি বলেন, “বেগম জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা ফিরে পাওয়া দেশ ও জাতির জন্য আশীর্বাদস্বরূপ।”
প্রধান অতিথি লায়ন মোঃ হারুনুর রশিদ বলেন— “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন এক মহীয়সী নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক হয়ে আছেন। বিশ্বের কোটি কোটি মানুষের দোয়ায় তিনি সৃষ্টিকর্তার রহমতে দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের প্রত্যাশা। আমরা দেশের বিভিন্ন স্থানে কোরআন খতম, সাদাকাহ ও দোয়া মাহফিলের আয়োজন অব্যাহত রেখেছি।”
তিনি আরও বলেন— “বাংলাদেশের মানুষ আজ সত্যিকার গণতন্ত্রের প্রত্যাশায় পথ চেয়ে আছে। বেগম জিয়ার সুস্থতা ফিরে পাওয়া সেই প্রত্যাশাকে আরও উজ্জীবিত করবে।” তার বক্তব্যে আন্দোলন-সংগ্রামের ইতিহাস, দেশের রাজনৈতিক পরিস্থিতি, ফরিদগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি—সবই উঠে আসে। বক্তৃতার প্রতিটি অংশে উপস্থিত জনতার করতালিতে মাঠ প্রকম্পিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— আলহাজ্ব আজিজুর রহমান আজিজ, উপজেলা বিএনপি, নাছির উদ্দিন পাটওয়ারী, পৌর বিএনপি, সাদমান সাকিব অপূর্ব, যুবদল, আশরাফ আলী খান আশু, হাসান পাটওয়ারী, শারমিন করিম, শামীম হোসেন, আব্দুল কুদ্দুছ, হারুন প্রমুখ।
প্রতিটি বক্তাই দেশনেত্রীর অবদান, তার ত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং সুস্থতা ফিরে পাওয়ার আশায় বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিল্লাল কোম্পানী, মজিবুর রহমান মজিব, সেলিম মাহমুদ রাঢ়ী, টুটুল পাটওয়ারী, সেলিম পাটওয়ারী, ইকবাল পাটওয়ারী, জাহাঙ্গীর আলম, সাহাদাত হোসেন, মুকুল তালুকদার, তাসলিম চৌধূরী মোহাম্মদ আলী এবং আরও অনেকে।
ছাত্রদল নেতাদের মধ্যে ছিলেন— শফিকুল ইসলাম স্বপন, সাইফুল ইসলাম সুমন, হোসেন পাটওয়ারী, আবুল কাশেম, হানিফ মুন্সি, মাসুদ খান, কামাল হোসেন, উসমান পাটওয়ারী, আব্দুল হাই, আরিফ হোসেন, আহসান উল্লাহ রাকিবসহ অসংখ্য তরুণ কর্মী।
ইউনিয়ন নেতৃবৃন্দ- সোহেল হোসেন রতন, আলমগীর হোসেন ভূইয়া, মমিন, মহসিন, জাহাঙ্গীর, রুবেল, ইয়াসিনসহ ইউনিয়নের শত শত নেতা-কর্মী এবং নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। সবার মুখেই ছিল দেশনেত্রীর সুস্থতা কামনার ব্যাকুলতা এবং রাজনৈতিক মুক্তির আকাঙ্ক্ষা।
আলোচনা সভা শেষে মাফেজের নেতৃত্বে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালিত হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, বিএনপির সাংগঠনিক শক্তি এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
দোয়ার সময় উপস্থিত সবার চোখে ছিল অশ্রুসজল আবেগ ও প্রার্থনার আন্তরিকতা।