
মোঃ বাবুল ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান:
এক মামলায় স্বামী-স্ত্রীর ফাঁসি, অন্য মামলায় দ্বীন ইসলামের যাবজ্জীবন ময়মনসিংহে দুটি পৃথক হত্যাকাণ্ডের মামলায় আদালত দৃষ্টান্তমূলক রায় ঘোষণা করেছে। একটি মামলায় স্বামী-স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, অন্য মামলায় আসামি দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। এই রায় স্থানীয় সমাজে শোক ও সতর্কতার বার্তা ছড়িয়ে দিয়েছে এবং আইনের শাসনের গুরুত্ব পুনরায় স্মরণ করিয়েছে। প্রথম মামলা: পুলিশ কনস্টেবল সাইফুল হত্যা — স্বামী-স্ত্রীর ফাঁসির রায় ২০১৪ সালের আগস্টে কোতোয়ালী মডেল থানা এলাকায় কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ সাইফুল ইসলাম (৩২) রহস্যজনকভাবে নিখোঁজ হন। তদন্তে প্রকাশিত তথ্য অনুযায়ী, সহকর্মী আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন নেলী পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করেন। নেলীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কারণে দ্বন্দ্ব ও সন্দেহের ভিত্তিতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। ১১ আগস্ট দুপুর থেকে ১২ আগস্ট রাত পর্যন্ত মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। হত্যার পর লাশ বস্তায় ভরে প্রাইভেটকারে স্থানান্তর করার সময় চালকের সন্দেহ ও স্থানীয়দের হস্তক্ষেপে আসামিরা ধরা পড়ে। ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-১ আলাউদ্দিন ও নাসরিন নেলীকে ফাঁসিতে মৃত্যুদণ্ড প্রদান করেন। দ্বিতীয় মামলা: বৃদ্ধা কুলছুম হত্যা — দ্বীন ইসলামের যাবজ্জীবন ২০২২ সালের মার্চে তারাকান্দা থানাধীন ৭নং রামপুর ইউনিয়ন, আঠাধার এলাকায় মোছাঃ কুলছুম (৫৮) নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হন। মামলার তদন্তে দেখা যায়, আসামি দ্বীন ইসলাম ও সহযোগীরা ধর্মীয় পরিচয় ব্যবহার করে বাড়িতে প্রবেশ করেন। স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেয়ার কারণে তাকে দা দিয়ে আঘাত করে হত্যা করা হয়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আসামিকে গ্রেফতার করে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। ময়মনসিংহ অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ দ্বীন ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা প্রদান করেন। রায়ে আদালত উল্লেখ করেছেন:এগুলো পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড। সমাজে আইনের শাসন বজায় রাখতে দৃষ্টান্তমূলক শাস্তি অপরিহার্য। স্থানীয়রা জানিয়েছেন:বিচার হয়েছে দেখে স্বস্তি লাগছে। এখন দ্রুত বাস্তবায়ন চাই। পুলিশ জানিয়েছে:অপরাধীর কাছে ছাড় নেই। আইনের শাসন সর্বোচ্চ গুরুত্ব পাবে। মামলা আসামি রায় আদালত কনস্টেবল সাইফুল হত্যা আলাউদ্দিন ও নাসরিন নেলী মৃত্যুদণ্ড অতিরিক্ত দায়রা জজ আদালত-১ বৃদ্ধা কুলছুম হত্যা দ্বীন ইসলাম যাবজ্জীবন + জরিমানা অতিরিক্ত দায়রা জজ আদালত-৪