মোঃ শাহ সৈয়দ খাঁন ময়মনসিংহ জেলা ব্যুরো প্রধান: পুলিশ সুপারের কার্যালয়, ময়মনসিংহের কনফারেন্স রুমে ময়মনসিংহ রেঞ্জাধীন এলাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মোঃ আশরাফুর রহমান, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম, বিপিএম সভায় ময়মনসিংহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুসংহত করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আইজিপি, এসময় আইজিপি, বর্তমানে সারাদেশের অস্থিতিশীলতা প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট’ ফলপ্রসূ করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।মতবিনিময় সভায় ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের পুলিশ সুপারগন, সার্কেল অফিসার,অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর সহ ময়মনসিংহ অঞ্চলের বিশেষায়িত বিভিন্ন পুলিশ ইউনিটের কর্মকর্তাগন অংশগ্রহণ করেন।এর আগে আইজিপি, পূর্ব নির্ধারিত সফর সচি অনুযায়ী ময়মনসিংহ আগমনের উদ্দেশ্যে সার্কিট হাউজ, ময়মনসিংহে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের সুসজ্জিত চৌকস পুলিশ ,দল গার্ড অব অনার প্রদান করেন।