
শেখ মোঃ হুমায়ুন কবির, চিফ রিপোর্টার।
ময়মনসিংহ রেঞ্জে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন, তিনি স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন। তাঁর এ অভূতপূর্ব সাফল্যে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন আন্তরিক অভিনন্দন ও গর্ব প্রকাশ করেছে।
জানা গেছে, দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় অসামান্য দক্ষতা, জনবান্ধব পুলিশিং, দ্রুত অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে রেঞ্জ পর্যায়ের মূল্যায়নে তিনি টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
পুরস্কার গ্রহণের পর (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, আমার এ সম্মান এ পুরস্কার শুধু আমার নয়, এটি ভালুকা থানা’র প্রতিটি সদস্য ও ভালুকার সাধারণ মানুষের সহযোগিতার ফল। ভালুকাবাসি অপরাধ দমনে আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। আমরা জনগণের আস্থা বিশ্বাস ও ভালোবাসা’কে মূল পুঁজি করে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও মানবিকতায় দায়িত্ব পালন করে যেতে চাই। অপরাধ দমনে ভালুকাবাসির সার্বিক সহযোগিতা কামনা করছি।
স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন সামাজিক সংগঠন তাঁকে অভিনন্দন জানিয়ে বলেন, ভালুকা মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে ভালুকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হয়েছে এবং জননিরাপত্তা আরও দৃঢ় হয়েছে। সকলেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকবে, অপরাধ দমনে ভালুকাবাসি পুলিশ’কে সার্বিক সহযোগিতা করবে।