ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নির্দেশনা অনুযায়ী অদ্য ইং ১২/০৪/২০২৩ খ্রিঃ বিট এলাকা নং-০৩, ত্রিশাল শিল্প এলাকার অপরাধ নিয়ন্ত্রণে বিট কর্মকর্তা এসআই (নিঃ)/ মোঃ মাসুদ পারভেজ এর নেতৃত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিট পুলিশিং সভায় কারখানার মালিক প্রতিনিধি ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ইভটিজিং, শ্রমিক অসন্তোষ নিরসন, শ্রমিক সহিংসতা ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা সংক্রান্তে সচেতনতা মূলক আলোচনা করা হয়। আসন্ন ঈদ উপলক্ষে অত্র শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং ও শ্রমিকদের বেতন ভাতাদি প্রদানের বিষয়ে ফ্যাক্টরির মালিক পক্ষের কাছ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে মর্মে সবাইকে জানানো হয়।