
মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় এক ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে। গত (১ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর টার সময় শৈলকুপা উপজেলার ঐতিহ্যবাহী রামগোপাল মন্দিরম প্রাঙ্গণে এ ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন শৈলকুপা উপজেলার বিশিষ্ট সমাজসেবক কালা চাঁদ সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. খলিলুর রহমান। এছাড়াও সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ধর্মীয় সভায় বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশবাসীর কল্যাণে তাঁর ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য নাম। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে সংগ্রাম পরিচালিত হয়েছে, তা জাতি চিরদিন স্মরণ রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, “মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবসময় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।” তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ধর্মীয় সভা শেষে বিশেষ প্রার্থনা ও আরতি অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সম্প্রীতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে সমবেত প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া সব ধর্মের মানুষের প্রতি সম্মান ও সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে।
এই ধর্মীয় সভার মধ্য দিয়ে শৈলকুপায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।