বিশেষ প্রতিনিধি:
গতকাল বিকেলে ঢাকা জেলার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন দারুল ফালাহ মাদ্রাসা ও এতিমখানার প্রাঙ্গণে মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং অসুস্থ সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তাঁর বক্তব্যে বলেন,“মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেবের রুহের মাগফিরাত কামনা করছি। ঢাকা প্রেসক্লাব বর্তমানে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের সাংবাদিকদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করছে। আমরা ঐক্যবদ্ধভাবে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মির ইশতিয়াত আলী। তিনি মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “বিশ্বব্যাপী সাংবাদিকতার মান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বিশ্বজুড়ে সাংবাদিকদের একত্রিত করে এক মহান সেতুবন্ধনে পরিণত করেছেন। পাকিস্তান সব সময় বাংলাদেশের পাশে রয়েছে, ইনশাআল্লাহ। আমরা সাংবাদিকতার উন্নয়নে একসাথে কাজ করে যাব। ভারত থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সমরেশ রায়।
তিনি বলেন, “সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামাল এবং দপ্তর সম্পাদক কে এম মোহাম্মদ হোসেন রিজভীর মরহুম পিতা-মাতার আত্মার শান্তি কামনা করছি।