পলাশ তালুকদার – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হকের দিকনির্দেশনায়,ঢাকা মহানগর উত্তর ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র নেতা বিল্লাল হোসেন এর নেতৃত্বে ১৩,ই রমজান শুক্রবার প্রতিদিনের ন্যায় ক্যান্টনমেন্ট থানার মানিকদীতে মুসল্লী, পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।বিএনপি নেতা বিল্লাল হোসেন বলেন দলের নির্দেশনা অনুযায়ী মাহে রমজান মাস ব্যাপী ক্যান্টনমেন্ট থানার বিভিন্ন স্থানে আমরা ইফতার বিতরণ চলমান রাখবো।ইফতার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য হান্নানুর রহমান হান্নান – তিনি বলেন বিএনপি জনগণের দল জনগণের জন্যই বিএনপি কাজ করে তারই প্রমাণ আমাদের মাহে রমজান মাস ব্যাপী এ কার্যক্রম।এসময় আরো উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপি যুগ্ন আহবায়ক শফিকুর রহমান রতন,তিনি বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে যার অবস্থান থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন তাই এবারের রমজানে সাধারণ মানুষের সাথে আমাদের ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন।ইফতার বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।