
খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী:–
মহান বিজয় দিবস উপলক্ষে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় গলাচিপা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে গলাচিপা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. মো. হাফিজ উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণটি হয়ে ওঠে শ্রদ্ধা ও গৌরবের আবহে মুখরিত।
পুষ্পস্তবক অর্পণের পর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চূড়ান্ত অর্জনের দিন, যা বাঙালী জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক।
বক্তারা আরও বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে। দেশ ও জাতির স্বার্থে কলমকে সঠিক পথে ব্যবহার করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখাই হবে বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।
তারা নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশবিরোধী অপপ্রচার রোধে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে গলাচিপা উপজেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে।