
খন্দকার জলিল, জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী:-
পটুয়াখালীর গলাচিপায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শহরজুড়ে জাতীয় পতাকা, ব্যানার ও পোস্টার হাতে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, দেশপ্রেম ও স্বাধীনতার তাৎপর্য ফুটিয়ে তুলেছেন। মিছিলে বিশেষভাবে অংশগ্রহণ করেছে গলাচিপা উপজেলা বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিএনপির মিছিলে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার মশিউর রহমান শাহিন, যুগ্ম আহবায়ক মো. জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ্। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিছিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার উক্তি এবং বিভিন্ন দেশপ্রেমমূলক শ্লোগান শোনা গেছে, যা উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে।
অন্যদিকে, ইসলামী আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করেছেন উপজেলা, পৌর ও ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।
স্থানীয়রা বলেন, বিজয় দিবস শুধু ইতিহাস নয়, এটি দেশের স্বাধীনতা, সাহস এবং ন্যায়বিচারের প্রতীক। রাজনৈতিক দলগুলোর এই আনন্দ মিছিল গলাচিপা শহরকে একটি উৎসবমুখর রূপ দিয়েছে।
মিছিলে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেছেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, স্বাধীনতার মহান তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উজ্জীবিত করবে এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুপ্রাণিত করবে।
