আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি:-
মহান বিজয় দিবস উপলক্ষে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি লেকসিটিতে।
সকাল আটটায় বিজয় দিবসের র্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
র্যালিটি বিশ্ব কলোনি লেক সিটি থেকে শুরু হয়ে সিডি এক নম্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। পরে আকবরশাহ থানার সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। র্যালিতে সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
সংগঠনের মূল প্রতিপাদ্য— “করবো মোরা সমাজসেবা ঘরে ঘরে পৌঁছাবো মানবসেবা, নিরক্ষতা দূরীকরণ আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য”—কে সামনে রেখে আয়োজনটি সম্পন্ন করা হয়।
র্যালি শেষে সকাল নয়টা থেকে রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। প্রতিযোগিতাগুলোতে সংগঠনের ছাত্রছাত্রীরা অংশ নেয়। রচনা প্রতিযোগিতা ও খেলাধুলা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ভূঁইয়া। খেলাধুলা শেষে পথশিশুদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
দুপুর আড়াইটায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা। বিকেল পাঁচটায় প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান চলাকালে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, ফেনী জেলা সমন্বয়ক কাউসার শরীফ নয়ন, চট্টগ্রাম ইউনিট লিডার ফোরকান আলী, উপদেষ্টা খুরশিদা খানম খুশি, আহ্বায়ক সাবরিনা আফরোজ, উপদেষ্টা কাউছার উদ্দিন, মো. আক্তার হোসেন, মনিরা আক্তার রুনা, শিক্ষা সম্পাদিকা তাসলিমা আক্তার প্রিয়া, অর্থ সম্পাদিকা নাদিয়া সুলতানা পিংকি এবং সদস্য মো. শামীমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
