
খন্দকার জলিল জেলা ব্যুরো প্রধান, পটুয়াখালী:-
মহান বিজয় দিবস উপলক্ষে পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় স্থানীয় কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পর পরই বীর মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে গলাচিপা থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র, পল্লী বিদ্যুৎ সমিতি, গলাচিপা পৌরসভা, গলাচিপা থিয়েটার ও আব্দুল গনি স্মৃতি পাঠাগারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনের সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দোয়া মোনাজাত করা হয়।
বিজয় দিবসের এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুরো আয়োজনজুড়ে ছিল ভাবগাম্ভীর্য, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত এক আবেগঘন পরিবেশ।