স্টাফ রিপোর্টার, মো: দেলোয়ার হোসেন
টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল নয়টায়। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এসএম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এসএম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী উপজেলা শাখার আমীর অধ্যাপক মোঃ মিজানুর রহমান, ধনবাড়ী পৌর শাখার আমীর অধ্যাপক মাওলানা তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, ধনবাড়ী নওয়াব এসেস্ট এর মতওয়ালী আফিম উদ্দিন আহমেদ, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) । অনুষ্ঠানে বক্তারা মাতৃভাষা রক্ষার অতীত ইতিহাস তুলে ধরেন। বক্তব্যে বক্তারা বলেন ৫২ সালে মাতৃভাষা রক্ষার মাধ্যমেই পরবর্তীতে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে । ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ ধনবাড়ী উপজেলা ব্যাপী বাংলা ভাষা সংঘের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।