
ফরহাদ রহমান
স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অবস্থিত শাহানশাহ আজিজিয়া মডেল হাফেজিয়া মাদ্রাসা থেকে মাত্র সাত মাসে পবিত্র কোরআনে হাফেজ হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিন শিক্ষার্থী। স্বল্প সময়ে এই সাফল্যে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
হাফেজ হওয়া শিক্ষার্থীদের মধ্যে ফয়েজ মোহাম্মদ জিপাত উল্লেখযোগ্য। তিনি মো. ওমর ফারুক ও হাদিসা বেগমের সন্তান। তাদের বাড়ি হোয়ানক এলাকার পূর্ব হরিয়ারছড়ায়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথমবারের মতো একসঙ্গে তিনজন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করেছেন।
অন্য দুই শিক্ষার্থী হলেন— মোহাম্মদ আরাফাত; পিতা মো. ওমর ফারুক, মাতা হাদিসা বেগম। তার বাড়ি পূর্ব হরিয়ারছড়া, হোয়ানক, মহেশখালী।
আরেকজন মোহাম্মদ আইনুর রহমান; পিতা মো. শেফায়েত উল্লাহ, মাতা কাওছার আক্তার। তার বাড়ি কুতুবজোম ইউনিয়নের লাল মোহাম্মদ শিকদার পাড়া এলাকায়।
এই সাফল্যে শিক্ষার্থীদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুফতি নাছির উদ্দীন কাদেরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রতিষ্ঠাতার নিবিড় তত্ত্বাবধান ও শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টার ফলেই অল্প সময়ে এমন সাফল্য সম্ভব হয়েছে।
এ বিষয়ে শাহানশাহ আজিজিয়া মডেল হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মুফতি নাছির উদ্দীন কাদেরী মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।