মোঃ শাকিল রেজা খুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (২৫ অক্টোবর ২০২৫) ভোররাতে ও সকালে পৃথক দুটি অভিযানে মোট ২৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় সকাল আনুমানিক ৭টা ২৫ মিনিটে। মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৮-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের রিপন নামের এক ব্যক্তির মাল্টাবাগানে অভিযান চালিয়ে ২৪২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সুবেদার মোঃ শরাফত আলী।অন্যদিকে একই দিনে রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে নতুনপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৭/এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রামে অভিযান চালানো হয়। নায়েব সুবেদার মোঃ আব্দুস সালাম এর নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আরও ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে দুই ক্ষেত্রেই কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে উদ্ধারকৃত ফেন্সিডিল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।