
মো:মিল্টন হোসেন
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ৬০/৪৫-আর থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের শফিকুলের মালিকানাধীন একটি মেহগনি বাগানের পাশে অভিযানটি পরিচালিত হয়। নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে কোনো আসামি আটক করা সম্ভব হয়নি।
এদিকে একই দিন দুপুর ৩টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা নিয়মিত টহলকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেন। সীমান্ত পিলার ৬০/৭৩-আর থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের একটি পাকা রাস্তা থেকে তাঁদের আটক করা হয়। হাবিলদার অনুপম বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত টহল দলের সদস্যরা তাঁদের আটক করে পরে মহেশপুর থানায় হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন—গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার তিলছাড়া গ্রামের অশোক বিশ্বাস (৬৮) এবং একই উপজেলার হাতিয়াড়া গ্রামের স্বপন বিশ্বাস (৪৭)।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।