মাতৃজগত শব্দটির মধ্যে রয়ে গেছে এমনই একটি বৈশিষ্ট্য, যা আর কোনো নামের সঙ্গেই খাপ খাবেনা। মাতৃজগত মানে মায়ের জগত। আমি নিয়মিত, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা পড়ি এবং লিখি। সম্ভবত সেটি অবলুপ্ত বাংলাদেশে মাতৃজগত নিয়ে এসেছে এমন একটি অবয়ব যাতে আছে নতুন বাংলাদেশের গন্ধ বাঙ্গালির আসনটিকে পরিপূরণ ভাবে প্রতিষ্ঠিত করার প্রত্যয়। মাতৃজগত পড়তে ইচ্ছে করে, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় আমার অনেক অনেক লেখা ছাপা হয়েছে, নতুন কাগজ বেরিয়েছে যে সব গুলোর নাম মনে রাখা দুষ্কর। মায়ের সাথে মিল থাকায়, মাতৃজগত পত্রিকার নামটি আমি চেষ্টা করলেও ভুলতে পারবোনা। যদি কেউ আমাকে প্রশ্ন করে, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা আপনার এতো ভালো লাগে কেন। এক কথায় আমার উত্তর শুধু ভালো কাগজ, ভালো ছাপা নিয়েই কাগজটি শ্রেষ্ঠ কাগজে রুপান্তরিত, সেখানে রয়েছে, সত্যিকারে সাংবাদিক, যারা সত্যকে উন্মোচিত করতে চির আগ্রহী। এদের নিয়েই কাগজ বাঁচে অথবা মরে আমার স্বপ্ন ছিলো একজন সাংবাদিক হবো যার মধ্যে আছে নজরুল ভাষা, তার উন্মোদনাময় উপস্থাপনা ও সত্যের প্রতি অবিচল আস্থা। আমি সব কাগজে নজরুলকে খুজে বেড়াই, আমি আনন্দের সাথে জানাতে চাই। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকাতেই সম্ভবত নজরুলের পনুরার্বিভাব ঘটেছে।
আমি গর্বিত এমন একটি পত্রিকায় কাজ করার সুযোগ পেয়েছি, কৃতঞতা প্রকাশ করছি, মাতৃজগত পরিবারের অভিভাবক পরম শ্রদ্ধেয় জনাব খান সেলিম রহমান স্যারের কাছে। আমাকে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব দেয়ার জন্য।
আজ ১৩/০১/২০২৩ইং ২৯'শে পৌষ ১৪২৯ বাংলা, ১৯'শে জমাদিউস সানি ১৪৪৪ হিজরি শুক্রবার। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার (২০'তম) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, মাতৃজগত পরিবারের অভিভাবক খান সেলিম রহমান স্যারের পক্ষ থেকে, অত্র পত্রিকার সংশ্লিষ্ট কলাকূশলী বিজ্ঞাপন-দাতা সহ সকল পাঠকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শেখ মোঃ হুমায়ুন কবির
সিনিয়র স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা- মাতৃজগত টিভি ও সিনিয়র ক্রাইম রিপোর্টার, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকা