মোঃ বাবুল স্টাফ রিপোর্টার
নেপাল ধরঃ ময়মনসিংহ, ২৮ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনোয়ার হোসেনের দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আমিনুল কবির এর নেতৃত্বে ৫টা ৩০ ঘটিকায় নান্দাইল থানাধীন নয়নপুর গ্রামের মোঃ হেলাল (৪৫) কে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৬২ হাজার ৬০০ টাকা সহ গ্রেফতার করা হয়।অভিযানে অংশগ্রহণ করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই আল মাসুদ, এ এসআই মাইনুদ্দিন এএসআই সুলতানা রাজিয়া কনস্টেবল রাজু মিয়া কনস্টেবল সাব্বির আহমেদ ও কনস্টেবল সালমান ফারসি। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারী। তার বিরুদ্ধে মাদকের মামলা আছে বলে জানা যায়।