মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
ঘোষনা
জমি সংক্রান্ত বিরোধে লালমোহনে একই পরিবারের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ গোদাগাড়ীতে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, আহত ২ আকবর শাহ থানা ধানের শীষ সমর্থক গোষ্ঠীর নবগঠিত কমিটির পরিচিতি সভা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত দুর্গাপুরে রাতের অন্ধকারে ২০ লাখ টাকার মাছ চুরি ভোলায় ‘বন্ধন হেলথ কেয়ার’-এ ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যু অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ। সংলাপের আহ্বান, ঐক্য কি সম্ভব: নির্বাচনের পর কোন সরকার দেবহাটায় বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত ঢাকার আশুলিয়ায় শীতার্ত অসহায় মানুষের পাশে বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেড দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত টেকনাফে র‌্যাবের অভিযানে এক লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক আটঘরিয়ায় শক্রুতা করে ভূট্রা খেতে ঘাসমারা বিষ স্প্রে করে মেরে ফেলার অভিযোগ  আটঘরিয়ায় ৭৫ জন শীর্তাতদের মাঝে সিসিডিবির সৌজন্যে শীতবস্তু বিতরণ  নেছারাবাদে ডিবির অভিযানে ইয়াবা সহ ৫ বিক্রেতা আটক। ঝিনাইদহের কোটচাঁদপুরে ভিয়েতনাম-৯৯৯ জাতের সরিষা চাষে উপসহকারী কৃষি কর্মকর্তার বাজিমাত, এলাকায় ব্যাপক সাড়া ঝিনাইদহে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, বসতবাড়ি ও দোকান ভাঙচুর, আহত অন্তত ১০ হরিণাকুণ্ডতে মোবাইল কোর্ট পরিচালনায় মোটরসাইকেল আরোহীর জরিমানা টঙ্গীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন অর্ধশতাধিক শ্রমিক!

মাদরাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে অবহেলা করা হয়েছে,,প্রফেসর মিয়া নূরুল হক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২০ বার পঠিত

লিমন তালুকদার জকিগঞ্জ প্রতিনিধি সিলেট:-

ওলিয়ে কামিল শাহসুফী হযরত আল্লামা আব্দুল মান্নান চৌধুরী পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী (রহ.)-এর হাতে গড়া পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদরাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

 

এ উপলক্ষে আয়োজিত ৭৫ বছর পূর্তি সম্মেলন ও বার্ষিক ওয়াজ মাহফিলে তাশরীফ এনে তালিম-তারবিয়ত প্রদান করেন মুর্শিদে বরহক, উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসীন আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নূরুল হক। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের প্রান্তিক এলাকায় অবস্থিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের গৌরবের সঙ্গে ৭৫ বছর পূর্তি উদযাপন সত্যিই প্রশংসনীয়। সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদরাসার সার্বিক কার্যক্রম অত্যন্ত সন্তোষজনক। মাদরাসার অবকাঠামোসহ সার্বিক উন্নয়নের দাবি শিগগিরই পূরণ হবে।

 

তিনি বলেন, ইতোমধ্যে মাদরাসাটি আলিম স্তরে উন্নীত হয়েছে এবং বিজ্ঞান বিভাগে পাঠদানের অনুমতি পেয়েছে। মাদরাসা শিক্ষা আর অবহেলিত থাকবে না। আধুনিক যুগের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কাঠামো ও নতুন দৃষ্টিভঙ্গিতে মাদরাসা শিক্ষাকে এগিয়ে নেওয়া হবে।

 

প্রফেসর নূরুল হক আরও বলেন, ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে মাদরাসা শিক্ষার্থীদের শুধু মসজিদ-মাদরাসায় সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, বিচারপতি, সেনাপতি ও প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এতে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

 

তিনি বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। বিগত সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, কিন্তু কোনো মাদরাসা শিক্ষার্থী দুর্নীতি ও অনিয়মে জড়িত নয়। কারণ দ্বীনি শিক্ষায় গড়ে ওঠা মানুষের অন্তরে সবসময় খোদাভীতি কাজ করে, যা অন্যায় থেকে বিরত রাখে।

 

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে মাদরাসা শিক্ষাকে পরিকল্পিতভাবে অবহেলা করা হয়েছে। বর্তমান সরকার মাদরাসা শিক্ষার বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে এবং এ খাতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আজকের শিক্ষার্থীদের শুধু ধর্মীয় জ্ঞানে সীমাবদ্ধ রাখা যাবে না; প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, মানবিকতা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটিয়ে তাদের আধুনিক শিক্ষার মূলধারায় যুক্ত করতে হবে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মনযুর উল হায়দার, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, সরকারি আলিয়া মাদরাসা সিলেটের সহকারী অধ্যাপক মো. রফিকুল হক এবং মহাখালী কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাহবুবুর রহমান।

 

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল আলীম এবং মাদরাসার সাবেক সুপার ও গভর্নিং বডির সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুড়ী।

 

মাহফিল সঞ্চালনা করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির সহ-সভাপতি ও হবিবপুর কেশবপুর ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হাকীম, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয় কামিল মাদরাসার প্রভাষক মাওলানা ইমদাদ আজমী এবং মো. হিফজুর রহমান।

 

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকে বেশ কয়েকজন প্রতিষ্ঠান প্রধান বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবুল হাসানসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।

 

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে ‘সহপাঠী স্মৃতি মেধা বৃত্তি’ প্রদান করা হয়। একই সঙ্গে ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘আত্মোচ্ছ্বাস’-এর মোড়ক উন্মোচন করা হয়।

 

উল্লেখ্য, ১৯৫১ সালে বরণ্য আলেম ও ওলিয়ে কামিল শাহসুফি আল্লামা আব্দুল মান্নান চৌধুরী (পীর ছাহেব শিঙ্গাইরকুড়ী) সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদরাসার ভিত্তি স্থাপন করেন। দীর্ঘ সাত দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি দ্বীনি ও আধুনিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991