মোঃমঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার পশ্চিম মাধবপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ৩৬ হাজার টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার (২১ নভেম্বর) ভোরে মাধবপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদক সম্রাট আকবর আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত নূর আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযান চালানো হয়। এসময় আকবর আলীর বসতঘরে তল্লাশিতে ৩০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়।
অভিযান শেষে উদ্ধারকৃত ১ লাখ ৩৬ হাজার টাকা ও ৩০ পিস ইয়াবা মাধবপুর থানার এসআই শামীমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আকবর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে। মাধবপুরে মাদককারবারিদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার থাকবে বলেও তারা জানিয়েছেন।