মো:মঈন উদ্দিন উজ্জ্বল হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জ মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান এলাকার মিশন লাইন থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ২টার দিকে। হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জনাব মুহাম্মদ খাইরুল বশরের নেতৃত্বে এস.আই জয় পাল, এ.এস.আই হান্নান ও সঙ্গীয় ফোর্স অফিসারগণ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় তেলিয়াপাড়া চা বাগানের মিশন লাইন এলাকায় পংকজ উরাং নামে এক ব্যক্তির ঘরের ভিতরে থাকা একটি ড্রাম থেকে ১৪০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই পুলিশ পংকজ উরাংকে গ্রেফতার করে।
এ বিষয়ে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।