মো:মঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর প্রতিনিধি:
মাধবপুরে ধানের শীষের পক্ষের বিশাল মিছিলকে ঘিরে আজ এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব গণজোয়ার। সকাল থেকেই বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের ঢল নামতে থাকে। মিছিলের সারি বাড়তে বাড়তে কয়েক কিলোমিটারজুড়ে বিস্তৃত হয়।
এই মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন সভাপতি মো:আলফাজ মিয়া, হোসাইন মোহাম্মদ রফিক, এস ডি রিপন, মো:মিজান মিয়া আরো অনেক নেতৃবৃন্দ মিছিলে যোগদান করে।
নেতারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে জনগণ পরিবর্তনের পক্ষে যেভাবে একত্রিত হচ্ছে—এ মিছিল তারই প্রমাণ। বঙ্গবন্ধু রোড হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি উপজেলা চত্বরে সমাবেশে রূপ নেয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর মাধবপুরে এমন জনসমাগম দেখা গেলো। তরুণ–যুবক থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।