মো মঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় নবনির্মিত এই ফাঁড়ির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ বিন কাশেম।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াপাড়ায় রেলওয়ে পুলিশ ফাঁড়ির কার্যক্রম চালুর মধ্য দিয়ে রেলপথের নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। যাত্রীসেবা নিশ্চিত করা, রেললাইন-সংলগ্ন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা প্রতিরোধে এই ফাঁড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
স্থানীয় জনগণ বহুদিনের প্রত্যাশিত এই ফাঁড়ির উদ্বোধনকে স্বাগত জানিয়ে বলেন, এতে এলাকার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
উদ্বোধন শেষে অতিথিরা ফাঁড়ির অভ্যন্তরের সুবিধাসমূহ পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার এসআই পাভেল আহমদসহ অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।