
মোঃ মঈন উদ্দিন উজ্জ্বল মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজে প্রথমবারের মতো চার দিনব্যাপী ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গণে ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এ ক্যাম্প চলবে।
বুধবার (১৮ ডিসেম্বর) ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের দাতা সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ এফ. এ. এম. শাহজাহান। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক দক্ষতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. সেলিম (সিলেট বিভাগীয় স্কাউট রোভার লিডার প্রতিনিধি), প্রফেসর মো. ইলিয়াস বখত চৌধুরী জালাল (উডব্যাজার), সাবেক অধ্যক্ষ, বৃন্দাবন সরকারি কলেজ, মোহাম্মদ শরিফ জসীম, এ.এল.টি. (সিএলটি সম্পন্ন), ব্রাহ্মণবাড়িয়া, রঞ্জিত কুমার দাস, সম্পাদক, হবিগঞ্জ জেলা রোভার, মোহাম্মদ সোলেমান মিয়া (উডব্যাজার), কমিশনার, বাংলাদেশ স্কাউটস, মাধবপুর উপজেলা, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সালমান আহমেদ, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. এ. কাদের, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন লস্কর (দৈনিক দেশ রূপান্তর) প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যাম্প চিফ ও সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাহির উদ্দিন, যিনি একই সঙ্গে হবিগঞ্জ জেলা রোভার কমিশনার। এছাড়াও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশে গড়ে ওঠা শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।
চার দিনব্যাপী এই ফ্রেন্ডশিপ ক্যাম্পে পরিচিতি পর্ব, দলভিত্তিক খেলাধুলা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব উন্নয়নমূলক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। কলেজের বিভিন্ন বর্ষের বিপুলসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এসব কার্যক্রমে অংশগ্রহণ করছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক দৃঢ় করতেই এই আয়োজন করা হয়েছে। সফলভাবে সম্পন্ন হওয়া এই ১ম ফ্রেন্ডশিপ ক্যাম্প কলেজের সহশিক্ষা কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।