১৭ মার্চ ২০২৩ রাত ৯:০০টায় উৎসবমূখর পরিবেশে হাটিপাড়া শৌখিন নাট্যগোষ্ঠীর যাত্রাপালা "সংসার কেন ভাঙে" মঞ্চায়িত হয়। প্রতিবছরের ন্যায় এবছরও দোল পূর্নিমার দিন থেকে শুরু করে ১৫ দিনব্যাপী "দোল মেলায়" সামাজিক যাত্রাপালার আয়োজন করা হয়। বিনোদনের অন্যতম বাহক যাত্রাপালা দেখতে মুক্তমঞ্চে ভিড় করেন কয়েক হাজার নারী পুরুষসহ নানা বয়সী দর্শনার্থী। যাত্রা দেখতে আসা একাধিক দর্শনার্থীর সাথে কথা বলে জানা যায়, এখন কোথাও যাত্রাপালা হতে দেখি না। এখানে যাত্রাপালা হবে শুনে দেখতে এসেছি। তবে দীর্ঘ দিন পর হলেও যাত্রাপালার অনুষ্ঠান করায় আমরা অনেক খুঁশি। তারা আরো বলেন, যাত্রাপালা বাঙালির সংস্কৃতির একটি অংশ কিন্তু আধুনিকায়নের ফলে এটি হারিয়ে যেতে বসেছে। বাংলা সংস্কৃতি ধরে রাখতে যাত্রাপালা আয়োজনে অত্যন্ত খুশি। দোল মেলার আয়োজক কমিটির সাথে কথা বলে জানা যায় বাঙালির প্রাণের অনুষ্ঠান হলো যাত্রাপালা। দীর্ঘদিন অবহেলার কারণে সাংস্কৃতিক অঙ্গন থেকে যাত্রাপালা প্রায় বিল্পুতির পথে এবং এ শিল্পের সাথে যারা জড়িত রয়েছেন তারা দিনদিন হারিয়ে যাচ্ছে। যাত্রাপালা চর্চার মাধ্যমে তারা আবার ফিরে আসবেন। এ শিল্পটির পূর্ণজাগরণ দরকার। তাই তাদের সবার প্রত্যাশা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতায় আবারও বাঙালির প্রাণের সংস্কৃতি যাত্রাপালা পূর্বের মতো মঞ্চায়িত হবে। যাত্রা শিল্পীদের অভিনয়, সুর, ছন্দ ও নৃত্যের মোর্ছনায় বাঙালীর সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে পরিচিত যাত্রাপালা, যাত্রাপ্রেমীদের মনকে আনন্দিত করবে যুগ থেকে যুগান্তরে, এমনটাই প্রত্যাশা সবার।