শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
ঘোষনা
ডিমলায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মনপুরায় ৫ দফা দাবিতে জামাত ইসলামির সমাবেশ ও বিক্ষোভ মিছিল। কালীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে বিএনপির বস্ত্র বিতরণ ঝিনাইদহে ৫ দফা দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ গলাচিপায় জামায়াতের পিআর পদ্ধতির নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ আখাউড়া থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমান অবৈধ মোবাইলের ডিসপ্লে, বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট এবং নোহা গাড়ি উদ্ধারসহ ০১ জন গ্রেফতার। কালীগঞ্জে গালাগালের প্রতিবাদ করায় প্রাক্তন স্ত্রীকে বেধড়ক মারধর, অতঃপর… গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভুয়া আইডি থেকে সাংবাদিকদের ছবি ব্যবহার করে অপপ্রচার : সাংবাদিক সমাজের তীব্র নিন্দা নওগাঁর মান্দায় বিচ্ছেদের দুই সপ্তাহ পর লাশ হয়ে রাস্তার পাশে পড়েছিল পাখি নামের এক নারী আমতলীতে জেলা বিএনপি’র আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা ও সদস্য সচিব হুমায়ুন কবির শাহিনকে ফুলেল শুভেচ্ছা মানব মন্দির ফাউন্ডেশনের পক্ষ থেকে গোপালপুরের বিভিন্ন মন্দিরে টি-শার্ট বিতরণ তালতলীতে অপারেশনে নবজাতকের মৃত্যু: বিচার দাবিতে স্বজনদের আহাজারি আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা, সরাইলে সরকারি চাল জব্দ, চুরির দায়ে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড কোটচাঁদপুরে সাবেক চেয়ারম্যান নজুসহ পরিবারের ৬ জনের কারাদণ্ড ও জরিমানাঃ কালীগঞ্জে তিনটি ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর জলঢাকায় নববধূর আত্মহত্যা: সড়ক অবরোধ, সাংবাদিকের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনায় ২২ দিনের মাসিকের নিষিদ্ধ।।

মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনায় ২২ দিনের মাসিকের নিষিদ্ধ।।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শাকিল খান রাজু।।

আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন মা ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সারা দেশের মতো ভোলার মনপুরার মেঘনা নদীও এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

ভোলা জেলা মৎস্য বিভাগের সূত্রে জানা যায়, ‘মা ইলিশ রক্ষা কার্যক্রম’ বাস্তবায়নের অংশ হিসেবে এ সময় কেউ আইন অমান্য করে নদীতে জাল ফেললে তাদের বিরুদ্ধে মৎস্য আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও নৌবাহিনী মৎস্য বিভাগের সঙ্গে যৌথভাবে মেঘনায় অভিযান চালাবে।

মৎস্য বিভাগ জানায়, জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখতে খাদ্য সহায়তা হিসেবে দ্রুত চাল বিতরণ করা হবে। এ জন্য জেলার ১৩২টি মৎস্য অবতরণ কেন্দ্র ও নদী তীরবর্তী এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জানান, চাল বিতরণে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং জেলেরা যাতে সঠিকভাবে সহায়তা পায় তার জন্য মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার প্রথম সপ্তাহেই যদি জেলে কার্ডের চাল বিতরণ করা হয় তাহলে তাদের ভোগান্তি অনেকটা কমে আসবে। তারা চাল বিতরণে কালক্ষেপণ না করার অনুরোধ জানান। একই সঙ্গে জেলেরা দাবি করেন, নিষেধাজ্ঞা চলাকালে ঋণের কিস্তি বন্ধ রাখা ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা জরুরি।

সরকারি সংশ্লিষ্টরা জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রমের ফলে প্রতিবছর ইলিশের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। শুধু ইলিশ নয়, এ সময় নদীতে অন্যান্য মাছও ডিম ছাড়ে, ফলে প্রজনন সুরক্ষিত হয়। তাই ইলিশ সম্পদ রক্ষায় জেলেদের কঠোরভাবে নিষেধাজ্ঞা মানতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
এই পত্রিকার সকল সংবাদ, ছবি ও ভিডিও স্বত্ত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক মাতৃজগত    
Developed By Bangla Webs
banglawebs999991