নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মিরপুর থানা কৃষকদল ও ঢাকা মহানগর উত্তর কৃষকদলের ১১ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন স্থানীয় কৃষকদলের শতাধিক নেতাকর্মী।
বক্তারা অভিযোগ করেন, সরকার মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে। তারা বলেন, “শহিদুল ইসলাম বাবুলের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
বক্তারা অবিলম্বে সব মামলার অবসান, গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া এবং নিঃশর্ত মুক্তি দাবি জানান।
মিছিলটি কল্যাণপুর এলাকা প্রদক্ষিণ করে কল্যাণপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে দায়ের করা পল্টন থানার মামলায় দণ্ডিত হয়ে শহিদুল ইসলাম বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন। গত সোমবার (১৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মিরপুর থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন, মাহবুব হোসেন উজ্জ্বল, বশির আহমেদ, হাবিবুর রহমানসহ নেতৃবৃন্দ। এছাড়া ১১ নং ওয়ার্ড কৃষকদলের আহ্বায়ক জসিম পাটওয়ারী, সদস্য সচিব মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. রহিম, বাবুল হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলম হানিফসহ স্থানীয় কৃষকদলের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।