
স্টাফ রিপোর্টার: সৈয়দ উসামা বিন শিহাব
রাজধানীর মিরপুর ১০ নম্বর হোপের গলি এলাকায় বিকেল থেকে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)–এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। মিরপুর ১০ নম্বর মোড় থেকে হোপের গলি পর্যন্ত রাস্তার দুই পাশে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
অভিযান চলাকালে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। ওসি সাজ্জাদ রোমন জানান, পথচারীদের চলাচলে কোনো প্রকার অসুবিধা না হয়, সে লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানের ফলে এলাকার ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, ওসি সাজ্জাদ রোমন দায়িত্ব নেওয়ার পর থেকে মিরপুর ১০ ও ২ নম্বর এলাকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ছিনতাই, চুরি ও ডাকাতির মতো অপরাধ কমে এসেছে।
এলাকাবাসীরা ওসি সাজ্জাদ রোমনকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার নেতৃত্বে মিরপুর এলাকা এখন আরও নিরাপদ ও বাসযোগ্য হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি মিরপুর মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পালনে কর্মরত থাকলে মিরপুর মডেল থানা দিন সকল প্রকার মাদক সন্ত্রাস চাঁদাবাজি চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধ অপকর্ম নির্মল করতে সক্ষম হবেন ওসি সাজ্জাদ রোমন